একাকার

 একাকার 

খাদিজা বেগম 


তুমি ছাড়া দিশাহারা 

সুখ শূন্য বুক করে শুধু হাহাকার,

দিবানিশি তোমার কথাই 

খুব গোপনে মনে পড়ে বারে বার।।


 পূর্ণিমা রাত ছাড়া যেমন

রুপালি চাঁদ যায় হারিয়ে আধারে, 

তেমনি তুমি ছাড়া আমি 

ছাই হয়ে যাই রোজ বিরহ আঙ্গারে।

কেউ দেখেনা প্রেম পিপাসায় 

ছটফটিয়ে যাচ্ছে মরে মন আমার।।


জল থেকে মাছ ডাঙ্গায় এসে 

যেমন করে ছটফটিয়ে মরে রে,

তেমন করে মন মরে যায় 

বন্ধু তোমায় কাছে পাবার তরে রে।।


প্রেমের তৃষ্ণা বড় তৃষ্ণা, 

লজ্জার কথা বলা যায় না হায়রে হায়, 

মনে প্রাণে যাচ্ছে যারে 

এই মুখ কেমনে মুখ ফুটে চায় চায়রে চায়।

এই মন চায় খুব তোমার সাথে 

মিলেমিশে হয়ে থাকি একাকার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান