কবিতা আমি
কবিতা আমি
খাদিজা বেগম
তার বিহনে গিটার আমি
শরীর ছাড়া আমার প্রাণ,
ছন্দ ছাড়া কবিতা আমি
ফুল বিহনে আমার ঘ্রাণ।।
জানিনা কবে লাগাবো তার
তারের সাথে বাঁধিবো সুর,
সবার কাছে গায়েব আমি
কাছে থেকেও অনেক দূর।
দিনরাত্রি কাঁদিয়া মরে
সুর বিহনে আমার গান।।
দুঃখ বেশি অনেক বেশি
সুখের চেয়ে লাগেরে লাগে,
দুঃখ ছাড়া সুখ পিপাসা
কখনো কারো হৃদয়ে জাগে?
এই পৃথিবীর পুষ্প বনে
ঘ্রাণ ছড়িয়ে পুষ্প ঝড়ে,
এই সমাজের ভেতরে রোজ
সুখ বিলিয়ে মানুষ মরে।
পূর্ণিমাতে জোসনা ঝরে
অমানিশায় হারায় চাঁন।।
Comments
Post a Comment