যাচাই-বাছাই

 যাচাই-বাছাই

খাদিজা বেগম

রাস্তা দিয়ে যেতে যেতে
হঠাৎ শুনি এক মানবের চিৎকার,
কাছে গিয়ে দেখি বন্দী
তার প্রতি খুব মায়া হলো আমার।।

হাতে পায়ে শিকল বাঁধা
তারি সাথে বড় বড় তালা,
কেঁদে কেঁদে বলল আমায়
১৬ বছর সয়েছি এই জ্বালা।
বিনা দোষে শাস্তি খেটে
জীবন আমার হয়ে গেল ছারখার।।

মুখের কথা বিশ্বাস করে
আমি মুক্ত করে দিলাম তারে,
সেই অকৃতজ্ঞ মুক্ত হয়েই
হঠাৎ অস্র ধরল আমার ঘাড়ে।।

মনে মনে ভাবি তখন
স্বাধীন থাকার যোগ্যতা নাই তোমার,
স্বাধীনতা সয়না সবার
সেই শিক্ষাটা পেয়ে গেলাম এবার।
যাচাই-বাছাই না করে আর
দাম দেবনা কারো মুখের কথার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান