সাঁতার কেটে যাচ্ছি

 সাঁতার কেটে যাচ্ছি

খাদিজা বেগম 


অকুল অতল অন্ধকারের 

অশ্রু জলে সাঁতার কেটে যাচ্ছি,

কোথাও নাই কোনো আলো 

চারিদিকে ঘুরে ঘুরে চাচ্ছি।।


জানিনা তো কাটবে কখন 

জীবন থেকে এই আধারের পালা? 

কেন আমার এই জীবনে 

কোন কারনে এত দুঃখ জ্বালা??

মন যা চায় তা কেন পাই না 

যা চাই না তা কেন আমি পাচ্ছি??


এই জীবনটা যেন কেমন 

সদা যেন উল্টাপাল্টা লাগে, 

বেঁচে থাকার চেয়ে আমার 

বেশি বেশি মরণের স্বাদ জাগে।।


নাই অভিযোগ নাই অনুযোগ 

সবার প্রতি শুধু ভালবাসা,

কাউকে যেন কষ্ট না দেই 

মনে মনে একটাই আমার আশা।

হালাল রিজিক দিও বিধি 

হয় যদি হোক নুন ভাত চাইনা কাচ্চি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান