তালাক
তালাক
খাদিজা বেগম
পরকীয়া ঢাকতে গিয়া
নির্দোষীকে দিলা তুমি তালাক,
ঘৃণিত কাজ করেও তুমি
তোমায় ভাবলা তুমি অনেক চালাক।।
দুনিয়াতে সন্তান এনে
চোখের জলে ছেড়ে দিয়ে তাদের,
কাদের নিয়ে মাস্তি করো
তুমি এখন আনন্দ দাও কাদের?
তুমি থাকো মহাসুখে
তোমার সন্তান চোখের জলে তলাক।।
আপন জনা পর করিয়া
পরকে নিয়া করেছো যে মাস্তি,
তোমার পাপের সাক্ষী তিনি
যানি দিবেন তোমার পাপের শাস্তি।।
পর মানুষটা আপন করে
আপন মানুষ পর করেছ তুমি,
জালায় জ্বালায় আপন জনার
মন করেছো ধুধু মরুভূমি।
এমন জ্বালান জ্বালিয়েছো
সে যেন তার ঘরটা ছেড়ে পালাক।।
Comments
Post a Comment