নিজেই নিজের অভিশাপ
নিজেই নিজের অভিশাপ
খাদিজা বেগম
যে মানে না সত্য বাণী
মানুষ বলে আমি তাকে মানি না,
যার কথাতে অশ্রু ঝরে
তা তো কোন মানব মুখের বাণী না।।
বিশ্বস্ত জন বিশ্বাসঘাতক
হয়ে যখন ক্ষত করে কলিজায়,
তখন যেন নিজের কাছে
নিজেকেই খুব বেশি লাগে নিরুপায়।
চোখের পাতা বেয়ে বেয়ে
খুব নীরবে যে জল ঝরে তাতো পানি না।।
বুকের ভেতর রক্ত তুফান
হওয়ার পরে অশ্রু গড়ায় নয়নে,
বারবার ব্যর্থ হবার পরে
সফলতা আসবে সবার জীবনে।।
হাল ছেড়ো না বিশ্বাস রেখো
যতটা ক্ষণ নিঃশ্বাস আছে ভেতরে,
অনাআদরের পরেই তোমার
ভরবে জীবন আদরে আর আদরে।
নৈতিকতা ছাড়া প্রাণী
নিজেই নিজের অভিশাপ সে জ্ঞানী না।।
Comments
Post a Comment