শোন মেয়ে

 শোন মেয়ে 

খাদিজা বেগম 


শোনো মেয়ে তোমার সাথে 

এই জীবনে আমার দেখা না হলে,

ভালবাসি ভালবাসি 

এই কথাটা থাকতে হতো না বলে।।


এত বেশি ভালো লাগে 

তোমায় ভালো না ভেসেও পারিনা, 

ছেড়ে দিলে মরে যাব 

তাইতো তোমায় আমি কভু ছাড়ি না।

তোমায় যদি হারাই আমি 

ডুবে যাব অশ্রু জলের অতলে।।


তোমায় দেখেই সার্থক নয়ন 

তোমায় ছাড়া দেখতে চাই না আর কিছু, 

তোমায় যে জন গড়ি আছেন 

দেখার সাধ্য হয়নি আমার তার কিছু।।


তোমায় দেখেই পাগল পাগল 

তারে দেখলে খুশিতে প্রাণ হারাবো, 

জানিনা সে কত সুন্দর 

তার দিকে এই চোখ কেমনে বাড়াবো। 

তোমায় চাই তার সেজদায় পড়ে

তারে দেখি প্রতিটা ফুল ফসলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান