সম্মান
সম্মান
খাদিজা বেগম
শুক্র শনি বৃহস্পতি
প্রতিটা দিন আমার কাছে সমান,
প্রতিটা দিন বিছনা ছাড়ি
শুনতে পেলেই পবিত্র ঐ আজান।।
অফিস আমার প্রতিটা দিন
সকাল থেকে রাত বারোটার পরেও,
আমি কারো মন পেলাম না
বিনা টাকায় এত খাটনি করেও।
ভাত কাপড়ের জন্য কেন
পরের ঘরে ঠেলে দিলে বাজান??
কাজের দামে খাদ্য বস্ত্র
তবু খাওয়ার খোঁটা কথায় কথায়,
কথা আমি কম জানি না
পড়ে গেছি ছেলে মেয়ের মায়ায়।।
পান থেকে চুল খষলে পড়ে
আমায় কুলার উপর রাইখা ঝাড়ে,
হাতে মারে পায়ে মারে
কথায় মারে আমায় বারে বারে।
ভুল করেও দেয়নি আমায়
মানুষ বলে একটুখানি সম্মান।।
Comments
Post a Comment