হে সমাজ
হে সমাজ
খাদিজা বেগম
শোনো শোনো হে স্বার্থপর
তুমি বড় খুব স্বার্থপর হে সমাজ,
তোমার দ্বারে ধর্না দিয়ে
কেটে গেছে আমার চল্লিশ বছর আজ।।
কত কথা বলছি আমি
তোমার কানে তুমি কিছুই শোনোনি,
ক্ষত হৃদয় করছো ক্ষত
তুমি আমার এই হৃদয়টা খননি।
সমাজসেবার নামে তুমি
তলে তলে করে বেড়াও মন্দ কাজ।।
কারো ভালো দেখলে তোমায়
টিপটিপানি রোগ শুরু হয় চোখে,
কেউ মরেছে শুনলে পরে
ঘর ভরে দাও মায়া কান্নার শোকে।।
জীবিত লোক ক্ষুধায় মরে
তবু তোমরা মাজারে দান করো,
কোথায় গেল বিবেক বুদ্ধি
লোকের মুশকিল দেখলে কেন সরো?
আমরা ঐ এক স্রষ্টার সৃষ্টি
এই সমাজে কেহ নয় তো কারো দাস।।
Comments
Post a Comment