আশা হবে পূর্ণ
আশা হবে পূর্ণ
খাদিজা বেগম
আশা করতে করতেই একদিন
হঠাৎ তোমার আশা হবে পূর্ণ,
তাই থেকনা নিরাশ হয়ে
নিরাশ হতে হতেই হবে শূন্য।।
আশায় আশায় বুক বেঁধে লও
নিজের হাতে জ্বালাও আশার বাতি,
মনে প্রাণে আশা রাখো
ভয় পেয়ো না দেখে আঁধার রাতি।
একটু পরেই ফুটবে আলো
সোনার রবি উঠবে তোমার জন্য।।
সুখ বলো আর দুঃখ বলো
চিরস্থায়ী নয় তো কোনো কিছু,
জেনে বুঝেও তবু কেন
দুঃখ বাড়াও ছুটে সুখের পিছু।।
হাসির পরেই কান্না আসবে
কান্নার পরেই আসবে আবার হাসি,
হাসি কান্নার হিসাব রেখে
এসো আমরা সত্য ভালোবাসি।
তোমার যা তা তুমি পাবেই
অযথা আর মন করোনা ক্ষুণ্ন।।
Comments
Post a Comment