ছাত্র সমাজ
ছাত্র সমাজ
খাদিজা বেগম
শোন নীতি বেঁচা রাজনীতিবিদ
ছাত্র সমাজ রাজনীতিতে না এলে,
টাকার জন্য সেই তো কবেই
বিপ্লব বন্দি করে দিতে জেলে।।
নিতি ছাড়া ভাল্লাগে না
মিথ্যে কথার খই ফোটানো বুলি,
আমরা ভুলে যাবো না কেউ
নির্বিচারে কে চালাচ্ছে গুলি।
আমরা দুর্জয় আমরা দুর্বার
আমরা বাংলা মায়ের যোদ্ধা ছেলে।।
ঝাঁঝে ত্যাজে পূর্ণ এই মুখ
মুখে মুখে জ্বলে অগ্নি বাণী,
সইবো না আর সইবো না আর
দেশ জননীর দুই নয়নের পানি।।
দেশ বাঁচাতে বেঁচে আছি
দেশের জন্য যুদ্ধ করতে তৈরি,
কামান বিমান ভয় করিনা
আবহাওয়া হোক না যতই বৈরী।
দেশের শত্রু সব জ্বালাবো
মনের মাঝে অগ্নি লাভা জ্বেলে।।
Comments
Post a Comment