শেষ পথ ধরব
শেষ পথ ধরব
খাদিজা বেগম
আমার যা যা দরকার তা নেই
কষ্ট আছে, কষ্ট দিয়ে কি করব?
আমার অনেক অনেক ক্ষুধা
খাবার তো নেই, এখন কি শেষ পথ ধরব?
মন যেতে চায় বহু দূরে
কি আসে যায় আমার মনের চাওয়াতে?
যাওয়ার জন্য নেই তো উপায়
আমি যেতে পারব না তো হাওয়াতে!
অঙ্গহীনা অঙ্গ আমার
কেমন করে এই জীবনটা কে গড়ব??
তোমরা যারা শক্তিশালী
শারীরিক আর মনুষ্যত্বের দিক দিয়ে,
এই হাত ধরে নিয়ে চলো
তোমাদের এই দরদী হাত বাড়িয়ে।।
অচল জীবন লাশের মতন
জীবিত জন অচল থাকতে পারে না,
চলার জন্য আকুল বাসনা
সেই বাসনা মরার আগে ছাড়ে না।
একটু দয়া না করিলে
ও ভাই আমি ধুঁকে ধুঁকেই তো মরব।।
Comments
Post a Comment