এই হৃদয়ের রাঁধা
এই হৃদয়ের রাঁধা
খাদিজা বেগম
তোর আশাতে থাকতে থাকতে
এই কালো চুল হয় যদি হোক সাদা,
তবু ওতো তুই ছাড়া কেউ
হবে নাতো এই হৃদয়ের রাধা।।
জীবনে চাই মরণে চাই
তারপরেও চাই শুধু চাই তোকে,
তোকে ছাড়া ভাল্লাগেনা
এই পৃথিবীর কোন কিছুই চোখে।
তোর পিরিতে স্বচ্ছ জীবন
হয় যদি হোক মাখন কাঁদা কাঁদা।।
সেই কাঁদাতে পুতুল গড়ে
চোখ জুড়াব তোরি সুন্দর রূপে,
যেথায় থাকিস সুখে থাকিস
আমি থাকবো তোরি প্রেমের কুপে।।
ইচ্ছেমতো কাটবো সাঁতার
আবার ডুবে যাবো ক্ষণে ক্ষণে,
জনম জনম থাকবো আমি
ভালোবেসে তোরি ছোঁয়ায় সনে।
তোর প্রেমেতে রাজ্য ছেড়ে
প্রেম ভিখারি কত শাহজাদা।।
Comments
Post a Comment