সফল হবার দৌড়ে
সফল হবার দৌড়ে
খাদিজা বেগম
সফল হবার দৌড়ে যারা
জুতার তলা ক্ষয় করেছো প্রতিদিন,
তারা হয়তো বা জানো না
জীবন দৌড়ে অনেক লোকে চরণহীন।।
তোমরা যারা জীবন যুদ্ধে
যুদ্ধ করে হয়ে গেছো বাহাদুর,
অনেক জনার যুদ্ধ অঙ্গ
নাই শরীরে তাই হৃদয়ে করুন সুর।
সফলতার সংজ্ঞা ভিন্ন
ভিন্ন রঙে সফলতা হয় রঙিন।।
কেউ সফল হয় লোক ঠকিয়ে
কেউ সফল হয় অন্য লোককে জিতিয়ে,
কেউ সফল হয় ভোগ বিলাসে
কেউ সফল হয় নিজের যা কিছু সব বিলিয়ে।।
চিন্তা ভাবনায় যে যেমন লোক
তেমনি হয় তার চেতনা চরিত্র,
তার কিছু ধন থাক বা না থাক
ধবধবে মন সাদা শুদ্ধ পবিত্র।
মানব জনম সফল করতে
তোমার নীতি তুমি রাখো অমলিন।।
Comments
Post a Comment