এই বছরে
এই বছরে
খাদিজা বেগম
আসছে নতুন এই বছরে
এসো ভাসাই নৈতিকতার তরী,
কারো ক্ষতি করব না কেউ
এসো আমরা সবাই শপথ করি।।
নিজের বুকে হাত রাখিয়া
শপথ করি মনের ভিতর থেকে,
জ্বলে উঠবো আলো হয়ে
বিশ্ব যেন অবাক চোখে দেখে।
পিছনের সব ভুল শুধরিয়ে
সবার আগে আপনাকে গড়ি।।
শপথ করি শপথ করি
আমরা মানুষ হওয়ার শপথ করি,
যেমন মানুষ এসেছিলাম
তেমন মানুষ হয়েই যেন মরি।।
লোভ লালসা দূরে ঠেলে
নৈতিকতা রাখব পুষে বুকে,
মানুষ হয়ে থাকব পাশে
অন্যজনার আপদ বিপদ দুঃখে।
সকল মন্দ ত্যাগ করি
ভালো কাজে এই জীবনটা ভরি।।
Comments
Post a Comment