সেরা তোফা

 সেরা তোফা 

খাদিজা বেগম 


নয়ন খুলে দেখার চেয়ে 

তোমায় ভালো লাগে নয়ন বুজে,

কত সময় চলে গেল 

বন্ধু আমার তোমায় খুঁজে খুঁজে।।


সামনাসামনি দেখার চেয়ে 

ভীষণ মজা লাগে আড়াল থেকে,

মন জুড়াবো প্রাণ ভরাবো 

তোমায় চুরি চুরি করে দেখে।

ভালোবেসে রাখবো তোমায় 

আমার মাঝে খুব যতনে গুজে।।


এই জীবনে তোমায় ছাড়া

একটি দিনও যায় না যেন কভু,

মরণ এলো থাকবো পাশে 

তোমায় ছেড়ে যাবো নাতো তবু।।


তুমি আমার উপর আলার 

দেয়া সেরা তোফা জেনে নিও,

হয় যদিও মান অভিমান 

তা ভাঙ্গাবার আমায় সুযোগ দিও।

তখন আমায় ক্ষমা করো

যদি তোমায় কষ্ট দেই না বুঝে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান