ধরা দাও না ক্যানো

 ধরা দাও না ক্যানো 

খাদিজা বেগম 


তুমি ছাড়া আমার কোন 

নাই ভরসা উপায়া আপায় কোনো,

তুমি আমার আশার প্রদীপ 

তোমার আশায় বসে আছি শোন।।


তুমি আমার স্বপ্ন আশা 

ভালোবাসা বন্ধু বান্ধব প্রিয়, 

এই হৃদয়ের মান অভিমান 

ভেঙে চুড়ে কাছে টেনে নিও। 

ভুল যদি হয় ক্ষমা করো 

দূরে ঠেলে দিও নাগো যেনো।।


হয়তো তুমি চাও না বুঝি 

অন্য কেহ আমার বন্ধু হবে, 

তোমার চাওয়াই আমার চাওয়া 

তোমায় পেলে চাইনা কিছু ভবে।।


তোমার প্রেমে শিক্ত করো 

রিক্ত করো করো আমায় পাগল,

তোমার পাগল হতে পারলে 

ওগো প্রিয় আমি হবো সফল। 

মনে মনে পাই তোমাকে 

হাত বাড়ালে ধরা দাও না ক্যানো??


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান