ভাই বড় ধন
ভাই বড় ধন
খাদিজা বেগম
ভাই বড় ধন রক্তের বাঁধন
তারে দেখলে জুড়ায় নয়ন,
ভাইয়ের মতন হয় না কেহ
একজন বনের কাছে আপন।
বাবার মত ভাইটি আমার
ভালো মন্দে রাখে খবর,
বিপদ কালে শান্তনা দেয়
ও বোন আমার তুই ধৈর্য ধর।
বাবার পরে ভাইয়ের স্থান
মান্য করি ভাইয়ের শাসন।।
এক মায়েরি গর্ভ হতে
এসেছি এই পৃথিবীতে,
তাইতো চলে মান অভিমান
আনন্দ হয় তার কৃতিত্বে।
ভাই আমার ভাই, ভাইকে নিয়ে
বোনের চোখে শত স্বপন ।।
ভাইয়ের সম্মান বোনের চাওয়া
ভাইয়ের গর্বে গর্বিত বোন,
ভাই ছাড়া বোন জ্যান্ত মরা
সকল বোনের ভাই প্রয়োজন।
বোনের প্রতি কেউ রাখে না
এত খেয়াল ভাই এর মতন।।
#ভাই #khadijabegum #বোন #খাদিজা #বাংলাদেশ #বরিশাল #picturechallenge
Comments
Post a Comment