নারী হয়ে জন্ম নিয়ে

 নারী হয়ে জন্ম নিয়ে 

খাদিজা বেগম 


কেমন করে মুক্তি পাব 

জানিনা তার উপায়, 

নারী হয়ে জন্ম নিয়ে 

পড়েছি ভীষণ দায়।।


কথা বললে আসতে বল 

শুনবে পড়ার লোকে, 

সাজলে বলে কাজল যেন 

দিও না দুই চোখে। 

ওরা শুনতে চায় না কেহ

নারীর মনে কি চায়??


কথার পিঠে বললে কথা 

চুপটি করে থাকো,

মুখটা খুলে হাসলে বলে

আঁচলে মুখ ঢাকো।।


পারলে ওরা বারণ করত

এই শ্বাস-নিঃশ্বাস নিতে,

কত নারী শিশু মারল 

না আসিতে পৃথিবীতে।

ভেবে বল নারী ছাড়া 

পুরুষের সুখ কোথায় ??


তোমরা কি ভাই মরে গেছো 

বিবেক টা নাই জিন্দা?

নারীর প্রতি ঘরে বাইরে 

কেন এত নিন্দা??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান