নোংরা চিন্তা ত্যাগে

 

নোংরা চিন্তা ত্যাগে
খাদিজা বেগম

যখন তাদের দুই হৃদয়ে
খুব গোপনে মিলনের স্বাদ জাগে,
তখন যেন দুই ভুবনের
মধ্যে খানে ভূমিকম্প লাগে।।

সেই কাঁপনে কেঁপে কেঁপে
নরবর নরবর করে দৃঢ় দেহ,
ভেঙ্গে চুরে একাকার হয়
সেই কাঁপনে ঠিক থাকে না কেহ।
সাদা হৃদয় দাগ ভরে যায়
নানান রঙে নানান রকম দাগে।।

দুই ভুবনের দুই বাসিন্দা
এক হয়ে যায় বিনা সুতার টানে,
মরুর বুকে জোয়ার আসে
মন ডুবে যায় ভালবাসার বানে।।

আলো আছে কালো আছে
তেমনি আছে ভালো মন্দ ভবে,
বিবেক বুদ্ধি জাগাও মানুষ
তোমায় শ্রেষ্ঠ মানুষ হতে হবে।
মানুষ হয়ে ওঠো মানুষ
হিংসা নিন্দা নোংরা চিন্তা ত্যাগে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান