আমার ছায়া
আমার ছায়া
খাদিজা বেগম
তুমি আমি পাশাপাশি
আজও আমরা বসে আছি দুজনে,
আমার ছায়া হয়েই থেকো
আমার শরীর ঘেষে ঘেষে ভুবনে।।
মন বোঝে না তুমি আর নেই
তোমায় খুঁজে পাগল পারা এখনো,
মাঝে মাঝে মাঝ নিশিতে
হাত বাড়িয়ে তোমায় খুঁজি কখনো।।
হাত বাড়ালে পাই না তোমায়
তবু মিশে আছো আমার এই মনে।।
মন খারাপের কারণ তুমি
তোমার ভাবনায় উদাস উদাস আমার মন,
আমার স্মৃতির পাতায় পাতায়
শুধু তুমি ভেসে থাকো সারাক্ষন।।
চলে গেছো বহুদূরে
তবু আছো এই হৃদয়ের মাঝখানে,
তোমায় ছাড়া চাইনা জীবন
বাধ্য হয়ে বেঁচে আছি মন জানে।
ঘরে আমার মন বসে না
রাত্রি কাটে শুধু তোমার স্বপনে।।
Comments
Post a Comment