চলে যাবার বেদনা
চলে যাবার বেদনা
খাদিজা বেগম
চলে যাবার বেদনাতে
ভারি ভারি লাগে বুকের ভিতরে,
তোমাকে না দেখার পাহাড়
ব্যথা হয়ে ওঠলো জেগে অন্তরে।।
বড় বেশি ব্যথা লাগে
ব্যাথা লাগে আমার বুকের বাম পাশে,
আমার হাসি কাইরা নিয়া
আমায় রেখে হাসো তুমি কার পাশে।
একটু যদি বাসতে ভালো
আমায় যেতে হতো না ঐ কবরে।।
অবহেলা করে করে
আমায় ঠেলে দিলে মরণ কুপে,
বিশ্বাসঘাতক হয়ে তুমি
কত ছুরি মারলে চুপে চুপে?
বিষ মাখানো ছুরি গুলো
একে একে মেরেছ এই কলিজায়,
এখন আমার দেহ রেখে
ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যায়।
কোন দোষেতো শাস্তি দিলা
আমায় রেখে তোমার মনের বাহিরে।।
Comments
Post a Comment