যাদুর শহর
যাদুর শহর
খাদিজা বেগম
যাদুর শহর ঢাকার শহর
এই শহরে সব পাওয়া যায় টাকায়,
টাকায় টাকায় কথা বলে
কাঠের পুতুল নয়ন খুলে তাকায়।।
এই শহরটা রঙিন শহর
দয়া মায়া ভালবাসা শূন্য,
টাকা ছাড়া কেউ চেনে না
যেন সবাই পাগল টাকার জন্য।
সহজ সরল মানুষ পেলে
তাকে নিয়ে ষড়যন্ত্র পাকায়।।
এই শহরে অনেক বেশি
মসজিদ মন্দির গির্জা মাজার আছে,
ধর্ম ব্যবসায় মগ্ন মানুষ
পরিণত যেন জিন্দা লাশে।।
ভাল মন্দ যাচাই-বাছাই
করার জ্ঞান নাই অনেক লোকের মাঝে,
শয়তানেরা মেকআপ করে
লোক ঠকিয়ে ভাল মানুষ সাজে।
সুন্দর কাপড় পরে গায়ে
হৃদ মাঝারে পাপের কালি মাখায় ।।
ইচ্ছে হলে নাইট ক্লাবে
মাতাল হয়ে নিজের শরীর নাচায়,
খাল কেটে যে কুমির আনে
তারে পাগল ছাড়া আর কে বাঁচায়?
এই শহরটা প্রতিটা ক্ষণ
চিৎকার করে সম্ভ্রম হারা কান্নায়।।
Comments
Post a Comment