আমার বন্ধু হবে
আমার বন্ধু হবে
খাদিজা বেগম
তুমি কি গো আমার বন্ধু হবে
আমার শুধু একটি বন্ধু প্রয়োজন,
বন্ধুর সাথে হাতে মিলিয়ে
বন্ধ করব আমার মৃত্যুর আয়োজন।।
বন্ধু ছাড়া বড় শূন্য লাগে
কোন কাজে খুঁজে পাই না পূর্ণতা,
কানায় কানায় দুঃখ ভরা মনে
বুকের ভেতর আকাশ সমান শূন্যতা।
যারে খুঁজি আপন করে আমি
তুমি আমার হবে কি সেই আপনজন??
চারিপাশে এত মানুষ আমার
সবার ভিড়ে খুঁজি তোমায় গোপনে,
আঁখি বুঝে ঘুমাই যখন আমি
ঘুমের ভিরে দেখি তোমায় স্বপনে।।
কত প্রশ্নের উত্তর খোঁজে বেড়াই
স্বপ্নের তুমি বাস্তব হয়ে কি আসবে?
অশ্রু জলে ডুবে গেলে আমি
সুখের স্রোতে এই হাত ধরে কি ভাসবে?
তোমার সাথে একি পথে চলতে চাই
মনের কথা বলতে চাই হে প্রিয় জন।।
Comments
Post a Comment