বিরক্ত লাগে

 বিরক্ত লাগে 

খাদিজা বেগম 


এই জীবনে কেউ বুঝিনি 

বোঝেনি এই মনে প্রাণে কি চায়? 

সবাই শুধু ভুল বুঝেছে 

কভু কেহ বুঝতে চাইনি আমায়!!


ব্যর্থ আমি সবার কাছে 

ব্যর্থ আমার প্রতিটা কাজ কর্ম,

ব্যর্থ ব্যর্থ এই খেলাতে 

ব্যর্থ হওয়াই যেন আমার ধর্ম।

ব্যর্থ শেষে সফল আসে 

বেঁচে আছি সফলতার আশায়।।


আমার কষ্ট আমারি থাক 

আমি কাউকে ভাগ দেব না তারি,

জনে জনে সুখ বিলাবো

সুখ ভাগ করে দেবো বাড়ি বাড়ি।


খুব বিরক্ত লাগে আমায় 

না লাগাটাই অস্বাভাবিক হত, 

তুমি থাকো মহাসুখে 

আমার হৃদয় ভরা হাজার ক্ষত।

কে আমাকে মলম দেবে

জানিনা সে কত দূরে কোথায়?? 


#খাদিজাবেগমেরকবিতা #khadijabegum #খুববিরক্তলাগে #কবিতা

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান