ভীষণ ভালোলাগা
ভীষণ ভালোলাগা
খাদিজা বেগম
তুমি আমার অন্যরকম
এই হৃদয়ের ভীষণ ভালোলাগা,
তোমায় ভেবে ভেবেই আমার
হাজার রাত্রি হয়েছিল জাগা।।
অনেক অনেক ভালবেসে
আমি রাখবো তোমায় যত্ন করে,
হারিয়ে যে না যাও তুমি
তাই রাখিবো মন বাহুতে ধরে।
আমায় ছেড়ে যেও নাকো
দিও নাকো এই হৃদয়ে দাগা।।
তুমি আমার সুখ শিহরণ
হাজার হাজার আনন্দ ঢেউ মনে,
এই জীবনে চাইনা কিছুই
তোমি যদি থাক আমার সনে।।
তোমায় পেয়ে পেলাম যেন
আমার দেহের হারানো প্রাণ ফিরে,
তুমি যেন সুখের মতো
বইছো আমার প্রতিটা রগ শীরে।।
তোমায় ছাড়া ভেঙ্গে যাব
যন্ত্রণারা দেবে আমায় ভাগা।।।
Comments
Post a Comment