চোখ বুজিলে

 

চোখ বুজিলে
খাদিজা বেগম

চোখ বুজিলে দেখিতে পাই
দেখিতে পাই তার মায়াবী সুন্দর মুখ,
ওই মুখেতে এত মায়া
যত দেখি ততই লাগে আমার সুখ।।

চোখ বুজেও দেখে চোখে
তা জানি নি প্রেমে পড়ার আগে,
কোন জাদুতে কেমন করে
অচেনা জন এত আপন লাগে।
জানিনা তার নাম ঠিকানা
তার হাসিটা গোলাপ রাঙা লাল টুকটুক।

আহা কি যে মধুর মধুর
কানে বাজে তার কাকনের মিষ্টি সুর,
তার সুরের ঐ তালে তালে
মন চলে যায় দূর থেকে বহু দূর।
আমার বুকের শূন্য খাঁচায়
তারে পোষার জন্য ব্যাকুল আমার বুক।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান