কুকুরের পা চেটে
কুকুরের পা চেটে
খাদিজা বেগম
মানব জীবন শেষ করো না
ওরে মানুষ কুকুরের পা চেটে,
জীবনটাকে ধন্য করো
ও মন সত্য সঠিক পথে খেটে।।
মানব জীবন আর পাবে না
এই জীবনটা সবার চেয়ে সেরা,
একবার চলে গেলে জীবন
এই জীবনে আর হবে না ফেরা।
ক্ষমতা আর টাকার লোভে
নিজের ঈমান ফেলো না কেউ ছেঁটে।।
প্রাণের চেয়ে বড় সম্পদ
নিজের ভিতর মনুষ্যত্ব থাকা,
যার প্রাণ সে নিয়ে যাবে
তা যাবে না দেহের ভিতর রাখা।
সম্পদ বলে শুধুই তোমার
নিজের তৈরি কর্মফল আর ঈমান,
মন্দ কর্মে শাস্তি পাবে
ভালো কর্মে পাবে তুমি সম্মান।
ওই কবরে কেউ যেও না
বেইমান হয়ে পাপের পথে হেঁটে।।
Comments
Post a Comment