পদক চাই না

 

পদক চাই না
খাদিজা বেগম

পদক চাইনা সনদ চাইনা
চাইনা কোন সম্মাননা পেতে,
বর্ণমালার মালা গেঁথে
চাই সকলের কন্ঠে রেখে যেতে।।

মায়ের ভাষা বাংলা ভাষা
ফুলের মত মায়ের গন্ধ মাখা,
বাংলা ভাষায় ভরে দেবো
গান কবিতা উপন্যাসের শাখা।
বর্ণমালার ঘ্রাণে ঘ্রাণে
মানুষ রবে মানবতায় মেতে।।

জ্ঞানের প্রতীক হয় যদি বই
বইয়ের প্রতীক হবে বর্ণমালা,
এই মালাটা রাখলে সনে
জুরাইয়া যায় না পাওয়ার সব জ্বালা।।

এই মালাতে জাগিয়ে দাও
ঘুমন্ত মন তোমার বিবেক বুদ্ধি,
বর্ণমালা পড়ে পড়ে
বৃদ্ধি করো আপন আত্মশুদ্ধি।
তোমার কর্ম ফসলের ক্ষেত
যা খুশি আজ লাগাও তোমার ক্ষেতে।।

ভালো কিছু লাগাও যদি
ভবিষ্যতে তার ফল পাবে ভালো,
অবহেলায় দিন ফুরালে
দুই নয়নে দেখবে শুধুই কালো।
ভুল করো না ও ভোলা মন
তুমি তোমার নিজের মূল্য দেতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান