ফাগুন হাওয়ায়

 ফাগুন হাওয়ায় 

খাদিজা বেগম 


ফাগুন হাওয়ায় আগুন লাগে 

মনের ভিতর আগুন লাগে লাগে রে,

কুহু কুহু মিষ্টি সুরে 

রিদ মাজারে জাগেরে প্রেম জাগে রে।।


যেমন করে নদীর বুকে 

ঢেউয়ের পরে ঢেউ জাগেরে বাতাসে,

তেমনি করে উঠবো জেগে 

আমি তোমার হৃদয়ের নীল আকাশে। 

পুষ্প হয়ে থাকবো ফুটে

আমি তোমার মনের বাগে বাগে রে।।


ভালোবাসা রয় লুকিয়ে 

ভালবাসার চোখের ভাঁজে ভাঁজে রে,

ভালোবাসা পায় খুঁজিয়া 

ভালোবাসার কথার মাঝে মাঝে রে।।


জুলুম করে প্রেম হবে না 

দিল থেকে প্রেম যদি নাহি আসে রে,

স্বর্গীয় সুখ ভালবাসায় 

যে ভালো মন থেকে বাসে বাসে রে। 

ভালোবাসা মিশে থাকে 

অভিমানে রাগে অনু রাগে রে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান