ব্যস্ত জীবন
ব্যস্ত জীবন
খাদিজা বেগম
ব্যস্ত জীবন আসল জীবন
কাজকর্ম হীন জীবন মৃত্যুর মতন,
তুমি আমায় ব্যস্ত রেখো
মরার আগে হয় না যেন মরণ।।
পর উপকার করি যেন
আমার মুখের প্রতি কথায় কথায়,
মন খুশিতে ভরে যেন
আমার লেখা প্রতি পাতায় পাতায়।
আমি যেন হই না কভু
কারো মনের দুঃখ কষ্টের কারণ।।
আমার এই হাত মোছায় যেন
দুখি লোকের দুই নয়নের পানি,
সদা যেন আমি মানি
অদ্বিতীয় মহান স্রষ্টার বাণী।।
মরার আগে মরতে চাইনা
হইতে চাইনা অভিশপ্ত মানুষ,
ধুয়ে মুছে সাদা করো
এই হৃদয়ে যত আছে কলুষ।
এই পৃথিবী ভুলে গেলেও
মনে যেন রাখি তোমার স্মরণ।।
দেখছো তুমি শুনছো তুমি
দিবানিশি কিনা কি কাজ করি,
তোমার কাছে এই ফরিয়াদ
আমি যেন মানুষ হয়ে মরি।
লোভ লালসায় ভিতর থেকে
আমায় কভু করে না যে হরণ।।
Comments
Post a Comment