নাট্যমঞ্চে

 নাট্যমঞ্চে 

খাদিজা বেগম 


ওহে এই পৃথিবীর নাট্যমঞ্চে 

তুমি আমি আমরা সবাই নাট্যকার, 

কভু অভিনেতা অভিনেত্রী 

না হলে কি টিকে থাকতো এই সংসার??


চলছে নাটক জনম জনম ভরে 

কেউ জানি না কি চলছে কার অন্তরে, 

দেহ দেখে দেহ চিনি আমরা

কেউ দেখি না কারো মনের প্রান্তরে।

মিষ্টি হাসি দিয়ে ঢেকে রাখি

বিষাক্ত সব দুঃখ, কষ্ট, হাহাকার।।


ওহে সুন্দর মনের মানুষ আমার 

তোমার ওই নাম ডাকতে চাইনা এই মুখে,

ডাকলে তোমায় ওহে কিংবা ওগো 

কানায় কানায় আনন্দ হয় এই বুকে।।


তোমার ওই নাম ডাকার মত আছে 

ডানে বামে সামনে-পিছে কতজন?

তবু আমায় কেন বলছো তুমি 

তোমার ঐ নাম ধরে ডাকতে গো স্বজন?

এমন নামে ডাকবো তোমায় আমি 

যে নাম ধরে কেউ ডাকেনি কভু আর।।

❤️ 


#খাদিজাবেগমেরকবিতা #সচেতনগরীক #yunusgovernment #নতুনবছর #khadijabegum 

#newphoto #রাষ্ট্রসংস্কার #অভিনেতা #অভিনেত্রী

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান