ইউ আর গ্রেট
ইউ আর গ্রেট
খাদিজা বেগম
লাল রং মানে বিপদ সংকেত
ইংরেজিতে বলে তাকে রেড রেড রেড,
তুমি খেলেই তোমায় খাবে
হাঁদা জর্দা ইয়াবা পান সিগারেট।।
ওসব থেকে দূরে থাকো
নিজেকে দাও নিজে নিজেই সুরক্ষা,
নেশা মানে খুব ভয়ংকার
অঙ্গে অঙ্গে ঢেলে দেবে ঘা যক্ষা।
সুস্থ সবল থাকতে হলেই
সন্ধ্যা হলে ঘুমিয়ে যাও এ টু জেড।।
সকাল সকাল পাখির মতো
বেড ছেড়ে দাও সূর্য উঠার আগে,
সুস্থ জীবন করতে যাপন
কিছু নিয়ম নীতি মানা লাগে।।
নানা রঙের পাকা ফল আর
জুস জাতীয় শাকসবজি ভালো,
ভালো খেয়ে ভালো থেকো
ভালো কাজে লোক সমাজে দাও আলো।
তোমার কাছে শিখবে সবাই
সবার কাছে তুমি হবে ইউ আর গ্রেট।।
Comments
Post a Comment