তুলনাহীন

 তুলনাহীন 

খাদিজা বেগম 


রহমত আর বরকত দিয়ে 

কানায় কানায় পূর্ণ তোমার জীবন,

তোমার সাথে নাই তুলনা 

তুমি হলে তুলনাহীন একজন।।


মূল্য দিয়ে কেউ পাবে না 

তুমি একটা অমূল্য ধন ভবে,

লোভ-লালসা মনে পুষে 

তুমি কেন মূল্যহীনা হবে?

কি নাই বলে দুঃখ করো

তোমার জন্য সৃষ্টি সুখের ভুবন।।


রোজ সকালে সূর্য আসে 

তোমায় দিতে তার সোনালী আলো, 

পাখিরা গায় তোমার জন্য 

গেয়ে গেয়ে কয় ওঠো ভোর হলো।।


ফুল বাগানে ঘ্রাণ ছড়িয়ে 

ফুল ফোটে রোজ তোমার জন্য হেসে,

এই পৃথিবী শুধুই তোমার 

তারে ভালো রেখো ভালোবেসে।

তরুলতা ফসলের মাঠ 

পশু পাখি সবাই তোমার আপন।।


তোমার জন্য বৃষ্টি নামে 

তোমার জন্য ছয়টি ঋতু বদলায়, 

কে তোমাকে দুঃখ দিল 

তাতে কিবা এমন আসে আর যায়?

মন্দ মানুষ এড়িয়ে যাও 

তোমার মত সাজাও তোমার ভুবন।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান