তালাচাবি
তালা চাবি
খাদিজা বেগম
তালা চাবি তালা চাবি
তালা চাবি তালা চাবি তালা,
তালা ছাড়া ঘুম আসে না
চোর ডাকাতে দিচ্ছে আমায় জ্বালা।।
তালার উপর ডাবল তালা
এরপরেও ধন হয়ে যায় চুরি,
চাবি ছাড়াই তালা খুলে
এমন চোরের হয়না কভু জুরি।
এই দুনিয়ার শুরু থেকে
শুরু হলো তালা চাবির খ্যালা।।
তালা মিথ্যে চাবি মিথ্যে
এসব যেন শুধুই চোখের ধাঁধা,
তালা দিয়ে কি আসে যায়
মনের ঘরে যদি থাকে কাদা।।
চোরে যখন চুরি করে
মালিক দেখে খিল খিলিয়ে হাসে,
হাজার রকম চুরি আছে
মানুষ বাঁচে হাজার উপবাসে।
কানায় কানায় পূর্ণ হলেই
গলায় পড়বে একটা ফাঁসির মালা।।
Comments
Post a Comment