মন মাঝি

 মন মাঝি 

খাদিজা বেগম


সোনার তরী বাইয়া চলো

বাইয়া বাইয়া চলো রে মন মাঝি,

আর কতকাল নোঙ্গর করে 

আমার সাথে করবা ধোঁকাবাজি।।


সোনার তরী রাইখা ঘাটে 

তুমি হয়ে গেছো পরবাসী,

আমি এখন তোমায় ছাড়া 

একা একা চোখের জলে ভাসি।

আমায় ছেড়ে থাকবেই যদি 

তবে কেন ডেকেছিলে কাজী??


আপন মানুষ হইয়া যদি 

চালাক ভেবে আমাকে দাও ধোঁকা,

সত্যি কারের শয়তান তুমি 

ওই শয়তানের মতই তুমি বোকা।।


বুকে রাখার কথা বলে 

দুঃখে দুঃখেই রাখলাম আমায় তুমি, 

তুমি ছাড়া দিশেহারা 

প্রেম পিপাসায় বুকে মরুভূমি।

আমায় থেকে দূরে থাকো 

আমি তাতে কখনো না রাজি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান