ফের জরিয়ে ধরি বাবা

 ফের জরিয়ে ধরি বাবা 

খাদিজা বেগম 


আজ কত দিন হয়ে গেল 

এই প্রাণ খুলে ডাকা হয় নি বাবা,

মন চায় বাবা বাবা বলে 

ফের জড়িয়ে ধরি তোমায় বাবা।।


আজ কতদিন তোমার সুবাস 

নেয়া হয়নি তোমার শরীর থেকে, 

খোঁজা হয় নি তোমাকে আর 

আগের মতো বাবা বাবা ডেকে। 

তোমায় ছাড়া কঠিন জীবন 

আমি আগে বুঝিনি তো বাবা।।


তুমি আমার পথ প্রদর্শক 

তুমি আমার দুই নয়নের আলো, 

তুমি ছাড়া অচল আমি 

পৃথিবীটা যেন আঁধার কালো।।


বাবা তুমি আমার কাছে 

এই পৃথিবীর সেরা মানুষ ছিলে, 

তোমার রক্ত এই শরীরে 

তুমি মিশে আছো আমার দিলে। 

মন চায় শক্ত করে ওই হাত 

এই হাত দিয়ে ধরে রাখি বাবা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান