জীবনের মূল

 জীবনের মূল

খাদিজা বেগম 


তোমরা সবাই সত্য সঠিক 

আমার বেলায় সব হয়ে যায় মিথ্যা, ভুল, 

ভুলের পরে ভুল করে যাই 

তাইতো আমি জীবনভরে দেই মাসুল।।


হিসাব নিকাশ করতে কাঁচা 

সারা জীবন আমারি হয় সব ক্ষতি,

না করে লোক যাচাই-বাছাই 

নির্বিচারে ভাবি সবাই কে সতি।

তাইতো আমি রোজ ডুবে যাই 

খুঁজে পাই না আমি জীবন নদীর কূল।।


না করে ও পাপ মন অনুতাপ

ওই পাপীকে কঠিন শাস্তি না দিয়ে, 

লাশের মতন আমি চুপচাপ 

খুব নীরবে অন্যায় দেখি দাঁড়িয়ে।


মাঝে মাঝে ভাবি আমি 

আমি মানুষ কিনা, নাকি অমানুষ?

কেন আমার এতটা ভয় 

বীর লোক সৎ হয় ভীত লোকের মন কলুষ।

সত্য সাহস যে হারাবে 

সে হারাবে তার জীবনে মূল।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান