মানবে না তার নেতৃত্ব

 মানবে না তার নেতৃত্ব 

খাদিজা বেগম 


স্বাধীন মানুষ দাস কেন হও, 

দাসের মত করো দলের দাসত্ব,

তুমি কর চাঁদাবাজি 

তোমার দলে করে দেশের রাজত্ব।।


অভিশাপে অভিশাপে 

ভারী করো কেন পাপের বোঝা, 

তোমার নেতা ভালোই আছেন 

তার জীবনটা অনেক বেশি সোজা।

ভিতর থেকে জেগে ওঠো 

বিবেক বুদ্ধি নিয়ে থাক জাগ্রত।।


তোমার নেতার কাছে তুমি 

শুধুমাত্র একটা পোষা কুকুর,

তার লাভেতে পালছে তোমায় 

একলা বসে ভাবো একটা দুপুর।


লোকের মুখে অনেক শুনছি 

ভাত ছিটালে কাকের অভাব হয় না,

টাকা ছিটায় তোমার নেতা

শুধু তোমার কাক নাম মুখে কয় না।

যে নেতায় দেয় অন্যায় হুকুম 

তোমরা কেহ মানবে না তার নেতৃত্ব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান