ক্ষুধা লাগে
ক্ষুধা লাগে
খাদিজা বেগম
ক্ষুধা লাগে ক্ষুধা লাগে
আমার ক্ষণে ক্ষণে ক্ষুধা লাগে,
একটি ক্ষুধা না মিটিতে
অন্য ক্ষুধা মনে মনে জাগে।।
এত ক্ষুধায় ক্ষুধার্ত মন
ক্ষুধার জ্বালায় হৃদয়টা হয় কাতর,
অনুভূতি ভরা মানুষ
তোমরা ভাবছো কেন আমার পাথর?
ক্ষুধার কাছে হার মেনে মন
অগ্নি হয়ে জ্বলে উঠে রাগে।।
হাজার ক্ষুধা এক জীবনে
আমার ধরে হাজার দিকে টানে,
ভাগে ভাগে ভাগ করে নেয়
হাজার রকম কথা বলে কানে।।
শত রকম অনুভূতি
এক শরীরের কেমন করে সইবো,
ওরা যেন ফেরেশতা সব
মানুষ ছাড়া কার কাছে কি কইবো??
মানুষ ভেবে পশুর কাছে
গিয়ে আমি মন ভরেছি দাগে।।
Comments
Post a Comment