বাংলা একাডেমি
বাংলা একাডেমি
খাদিজা বেগম
একাডেমি একাডেমি
প্রাণের বাংলা একাডেমী শোনো,
তোমার চোখে রোগ হয়েছে
নারী লেখক পড়ছে না তাই কোনো।।
নারীর প্রতি বিদ্বেষ রেখে
তুমি কিসের দেশের সেবা করো,
আল্লাহর দোহাই লাগে তোমার
বৈষম্যের পথ থেকে তুমি সরো।
ভালো লেখক চেনার আগে
তোমায় তুমি ভালো করে চেনো।।
দেশের ভালো হবে না তো
বিষ বৈষম্য পেটে পেটে নিয়ে,
বৈষম্যের পথ ছেড়ে এসো
মানুষেরে প্রাপ্য সম্মান দিয়ে।।
সাবধান করে দিচ্ছি তোমায়
তোমার চোখের ডাক্তার দেখাও আগে,
আমরা দেব টাকা পয়সা
যদি তোমার চিকিৎসাতে লাগে।
নারীর প্রতি বিদ্বেষী লোক
কেউ মানবো না আমরা কোনদিনো।।
Comments
Post a Comment