মনের ঘরে
মনের ঘরে
খাদিজা বেগম
যারে দেখার জন্য পাগল
পাগল আমার অবুঝ দুটি নয়ন,
সেই তো আমায় পাগল বলে
যার জন্য দুই চোখে ঝরে শ্রাবণ।।
যারে রাখি মনের ঘরে
সেই তো আমায় দূরে ঠেলে রাখে,
আমি থাকি যার আশাতে
সেই তো অন্য জনার আশায় থাকে।
তারে ছাড়া ভাল্লাগেনা
ভাল্লাগেনা এমন সুন্দর ভুবন।।
কেন তারে ভালবাসি
কেন তারেই লাগে এত ভালো,
তারে ছাড়া সব অন্ধকার
সে যে আমার দুই নয়নের আলো।।
কেমন করে বুঝাই তারে
তারে ছাড়া বড় একলা লাগে,
তারি পাশে থাকার জন্য
মনের মাঝে দারুণ ইচ্ছা জাগে।
বিধির কাছে এই ফরিয়াদ
তারে আমার করে দিও আপন।।
Comments
Post a Comment