একটা কিছু লেখো
একটা কিছু লেখো
খাদিজা বেগম
একটা কিছু লেখো তুমি
একটা কিছু লেখো আমার জন্য,
সেই লেখাটা পড়ে পড়ে
আমি বারে বারে হব ধন্য।।
তোমার লেখায় জাদু আছে
হয়তো তোমার তাহা নেইতো জানা,
পাখির মত তোমার লেখায়
রং মাখানো আছে রঙিন ডানা।
ওই ডানাতে উড়ে যাব
আমি হব দুঃখ, কষ্ট শূন্য।।
রাত পোহালে নয়ন খুলে
চেয়ে থাকি তোমার লেখা পড়তে,
তোমার লেখায় বন্দি নয়ন
তাইতো চায় না অন্যদিকে সরতে।।
কোন সে হাতে লেখ তুমি
এত প্রেম ভালোবাসা ঢেলে,
যত পাড়ি তোমার লেখা
ততই সুখের প্রদীপ উঠে জ্বেলে।
হে অনন্যা জ্ঞানের ধারা
তোমার পড়ে আমি হব পূর্ণ।।
Comments
Post a Comment