গুণীজন

 

গুণীজন
খাদিজা বেগম

ও গুণীজন কথা বলো
কথা বলো আর থেকো না চুপ,
তোমরা যদি চুপ হয়ে যাও
সমাজ দেবে আস্তাকুড়ে ডুব।।

গুণীর কাজে আলো বেশি
অগ্নি থেকেও আরো বেশি তাপ,
গুণীর কোথায় ছাই হয়ে যায়
এই সমাজের জেগে ওঠা পাপ।
গুণের চর্চা করো ও মন
দাও জ্বালিয়ে মনে গুণের ধূপ।।

যেই সমাজে নাই গুণীজন
সেই সমাজটা যেন বালুর চর,
যে মানুষের নাই গুণ চর্চা
সে যেন এক ছাওনি ছাড়া ঘর।।

চুপ থেকেও ইবাদত হয়
সেই চুপ থাকো যদি স্রষ্টার ভয়,
মৃত্যুর ভয়ে চুপ থাকাটা
এতো কোন মানুষের কাজ নয়।
রূপের চর্চায় লাভ হবে না
মাটি হবে তোমার সুন্দর রূপ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান