বুকের তৃষ্ণা
বুকের তৃষ্ণা
খাদিজা বেগম
তুমি ছাড়া কে মিটাবে বলো
মিটাবে এই আমার বুকের তৃষ্ণা,
আমার এ মন মনে মনে শুধু
তোমায় ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা।
তোমার রূপে মুগ্ধ হয়ে আমি
তোমার জন্য হয়ে গেলাম রাধা,
তোমার প্রেমে জ্বলে পুড়ে আমি
ছাই করেছি শত হাজার বাঁধা।।
তুমি কেন আমায় দোষী ভাবো
ভালোবাসি এতো আমার দোষ না।।
কোন থানাতে নালিশ করব আমি
তুমি আমার ঘুম করেছ চুরি,
আমার হৃদয় দখল নিয়ে তুমি
হৃদয় জুড়ে চালাও বাহাদুরি।।
পরগাছা আজ আমার কাছে আমি
আমার ভিতর তোমার মালিকানা,
তোমার কাছে হাঁটু গেড়ে বসে
আশ্রয় চাইলে করো না গো মানা।
জনম জনম বাসব ভালো তোমায়
তাতে তুমি আমায় যতই করো ঘৃণা।।
Comments
Post a Comment