চুপি চুপি
চুপি চুপি মন
খাদিজা বেগম
চুপি চুপি মন নিয়ে সে
পালাইছে রে পালাইছে,
তার প্রেমেতে আমারে সে
ফালাইছে রে ফালাইছে।।
মনের খোঁজে ঘুরে বেড়াই
তার পেছনে পেছনে,
সে যে বড় সেয়ানা লোক
আসে শুধু স্বপনে।
পিরিত নামের আগুন জ্বেলে
আমারে সে জ্বালাইছে।।
কানায় কানায় উপছে পড়া
সেই সুন্দরী ললনা,
মন নিয়ে সে মন দিল না
দিলো শুধুই ছলনা।।
প্রেম বিহনে কষ্টে কষ্টে
আমার দেহ ভরেছে,
দেহের মাঝে তার বিরহে
বিরহ ঘড় গড়েছে।
তার পিরিতে পুড়ে পুড়ে
আমার মনটা গালাইছে।।
Comments
Post a Comment