কি উদ্দেশ্য
কি উদ্দেশ্য
খাদিজা বেগম
বুঝতে কেন চাও না তুমি
কেন আমি তোমায় দেখে হাসি,
কি উদ্দেশ্য নিয়ে আমি
যখন তখন তোমার কাছে আসি।।
হাজার কাজের অজুহাতে
তোমার কাছে আসি ঘুরে ফিরে,
মন চায় থাকি তোমার সাথে
তোমার ছোট্ট ভালোবাসার নীড়ে।
সকাল সন্ধ্যা নিয়ম করে
মন চায় বলি তোমায় ভালোবাসি।।
বাসলে ভালো বলে দিও
আমি বলতে পারি নাতো লজ্জায়,
বলতে এসেও মুখ থেমে যায়
জানিনা কি হবে প্রথম সজ্জায়।।
মন চায় যারে প্রান চায় যারে
ফিরে আসি তারে চাইতে গিয়ে,
মন বোঝেনা যে মানুষে
ফেঁসে গেছি তারে এই মন দিয়ে।।
সুখের দামে দুঃখ কিনে
আমি এখন চোখের জলে ভাসি।।
Comments
Post a Comment