আগুন ছাড়া জ্বলে
আগুন ছাড়া জ্বলে
খাদিজা বেগম
তুমি এলেই সুবাস আছে
কানায় কানায় মন ভরে যায় আমার,
তুমি যেন ফুলের বাগান
ফুলের মত সুভাষ আসে তোমার।
যেমন করে পাপড়ি মেলে
পুষ্প ফোটে তেমন তোমার হাসি,
তোমার ঘ্রানের মাদকতায়
আমি মাতাল হয়ে ছুটে আসি।
তাই বলে যে তুমি আমায়
মাতাল বলে ডেকো না তো আবার।।
তোমার ঘ্রাণে জাগলে নেশা
তাতে কেন দোষী হবো আমি?
এই অন্তরে দোষ নাই আমার
আমি কেমন জানে অন্তর্যামী।।
তুমি এলে তোমার সাথে
মনের উঠান জুড়ে আসে বৃষ্টি,
তোমার ছোঁয়ায় কত যে সুখ
আনন্দ হয় হৃদ মাঝারে সৃষ্টি।
আমায় ছেড়ে দূরে গেলে
আগুন ছাড়া জ্বলে পুড়ে ছারখার।।
Comments
Post a Comment