আমি জানি জানি নিশ্চিত
আমি জানি জানি নিশ্চিত খাদিজা বেগম আমি জানি জানি নিশ্চিত আজকে আছি কাল রব না, তাইতো আমি মানুষ হবো অন্য কিছুই আর হব না।। যাই হোক না ঐ অমানুষ রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী, এই পৃথিবীর বিশৃঙ্খলার জন্য শুধু ওরাই দাই। ও অমানুষ কেন তুমি তোমার কর্ম ফল ভাবনা।। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার শেষ বিচারে মূল্য নাই তার, কেউ দেখবে না তোমার দেহ খুজবে না কেউ সনদ পেপার। তোমার জন্য কত জনা সহ্য করলো বিড়ম্বনা।। অর্থ,বিত্ত সবি চিনলা চেনোনি ওই সহজ মানুষ, খুব সহজে যাদের ঠকাও ওরাই সত্যি কারের মানুষ। খুজলে পাবে সরল চোখে মানুষ হবার সম্ভাবনা।।