মন ধরেছে প্রেম নেশাতে
মন ধরেছে প্রেম নেশাতে
খাদিজা বেগম
মন ধরেছে প্রেম নেশাতে
চাই জারাতে তোমার প্রেমে,
মেঘে মেঘে আকাশ ভরা
থেমে থেমে বৃষ্টি নামে।।
একলা একলা মন উতালা
তোমায় কাছে পাবার আশায়,
এলোমেলো বইছে বাতাস
ক্ষণে ক্ষণে বিজলী চমকায়।
এই বৃষ্টিতে তোমায় পেতে
মন দিওয়ানা ক্রমে ক্রমে।।
ভিজে ভিজে অবুঝ এই মন
ঘুরে বেড়ায় প্রেম ভাবনাতে,
অবশেষে যদি মেলে
তোমার প্রেমে মোর বরাতে।
হাবুডুবু খায় মন আমার
তোমার প্রেমের জলে নেমে।।
তোমায় ভেবে দিন কেটে যায়
কোনমতে যেমন তেমন,
রাতে আমার ঘুম আসে না
শুধু তোমায় খুঁজে নয়ন।
আমি যেন আটকে গেছি
তোমার প্রেমের তপ্ত জ্যামে।।
Comments
Post a Comment